মেসি আল-হিলালে যাবেন শুনে এখনই ভয়ে কাঁপছেন সৌদি ডিফেন্ডার
পিএসজির সঙ্গে লিওনেল মেসির দুই বছরের চুক্তি শেষ হচ্ছে জুনে। এরপর কোথায় যেতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড? গুঞ্জন চলছে, আগামী মৌসুমে প্যারিস ছেড়ে পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফিরতে পারেন ৩৫ বছর বয়সী তারকা। সৌদি আরবের ক্লাব প্রো লিগেও যাওয়ার সম্ভাবনা আছে তাঁর।