পানির অভাবে বোনা আমন হলো গোখাদ্য
বিরূপ আবহাওয়া ও পানির অভাবে এ বছর বোনা আমন ধান আবাদে লোকসান গুনছেন চলনবিলের কৃষকেরা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আগাম বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে তাঁরা এ ক্ষতির শিকার হচ্ছেন। তাই কাঁচা বোনা আমন ধানের গাছ গোখাদ্য হিসেবে ব্যবহার করছেন তাঁরা। এতে বিঘাপ্রতি লোকসান গুনতে হচ্ছে অন্তত ১০ হাজার টাকা।