পশ্চিমবঙ্গে গণতন্ত্র যেখানে দাঁড়িয়ে
ভারতের বিভিন্ন প্রান্তে কেন্দ্রের বিজেপি সরকারের কণ্ঠরোধের প্রক্রিয়া যে পর্যায়ে চলেছে, তাকে অঘোষিত জরুরি অবস্থা বললে অত্যুক্তি হবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস, যারা বিজেপির মূল মস্তিষ্ক আরএসএসের নিবিড় ছায়ায় জন্ম নিয়ে তাদেরই আঁচলের তলায় লালিত-পালিত হচ্ছে, পশ্চিমবঙ্গ শাসন করছে ১২ বছর, মানে এক যুগ ধরে, ত