আকাশে উড়ল ডলফিন, বাঘ সৈকতে মুগ্ধ পর্যটক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধ তুলে দেওয়ার পর আবারও কক্সবাজারের সমুদ্রসৈকত পর্যটকে ভরপুর হয়ে গেছে। দর্শনার্থীরা নানাভাবে আনন্দে সময় পার করছেন। গত শনিবার সৈকতের আকাশে কখনো মেঘ, কখনো রোদ ছিল। বিকেলের শান্ত সৈকতে সূর্য হেলে পড়ছিল। ঠিক এ সময় পর্যটকেরা ঘুড়ি নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।