রাজনীতি-শাসনে একক দলের প্রভাব কমেছে: জরিপের ফল
দেশের রাজনীতিতে একক দলের প্রভাব কমেছে। দেশের ৫৪ শতাংশ মানুষ মনে করে, চলমান রাজনৈতিক ও শাসনব্যবস্থায় একক দল প্রভাব বজায় রেখেছে। অথচ ২০১৯ সালে এমন মত দিয়েছিলেন ৭২ শতাংশ মানুষ। সে সময় ১১ শতাংশ মানুষ ভাবতেন, রাজনীতিতে একক দলের প্রভাব নেতিবাচক। আর ২০২২ সালে এমন ভাবনা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ শতাংশে।