নোয়াখালীতে পেট জোড়া লাগা যমজ শিশুর জন্ম
জন্মগত ত্রুটি নিয়ে নোয়াখালী জেল শহর মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে যমজ দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। শিশু দুটির মাথা, হাত, পা, মুখসহ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা হলেও তাঁদের বুক ও পেটের অংশটি জোড়া লাগানো। শিশু দুটির চিকিৎসা নিয়ে চিন্তায় পড়েছেন তাদের পরিবার।