নির্বাচন না করে বিএনপি যে ভুল করেছে, অচিরেই তা টের পাবে: ওবায়দুল কাদের
নির্বাচন না করে বিএনপি যে ভুল করেছে, অচিরেই তা টের পাবে। তাদের কর্মসূচি এখন কালো পতাকা মিছিল। এটা হচ্ছে শোক পালনের কর্মসূচি। কালো পতাকা শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা (বিএনপি) পরাজয় বরণ করেছি। সেই জন্য আমরা আজকে শোকের কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি...