আমের পার্সেলে মিলল পেট্রোল বোমা, তরল দাহ্য ও ককটেলের কৌটা
নাটোরের গুরুদাসপুরে সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল তথ্য ও প্রযুক্তি অ্যান্ড বিএম ইনস্টিটিউটে আসা আমের পার্সেল খুলে সুটকেসের মধ্যে বোমাসহ বিস্ফোরক সরঞ্জাম মিলেছে। এর মধ্যে আছে তিনটি পেট্রোল বোমা, তিন বয়ামভর্তি তরল দাহ্য পদার্থ ও ককটেল বা হাতবোমা তৈরিতে ব্যবহৃত তিনটি কৌটা।