নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরও ২০ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮৩৭ জনে। এখন পর্যন্ত জেলায় শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯৩৭ জন, শিবপুরে ৪১৮ জন, পলাশে ৭৪৯ জন, মনোহরদীতে ২৫৯ জন, বেলাবতে ২২০ জন ও রায়পুরা উপজেলাতে ২৫৪ জন।