‘এই পেশা একদিন বিলুপ্ত হয়ে যাবে’
মো. রিপন মিয়া একজন বেদে। আবার তিনি গ্রামে গ্রামে ঘুরে পুকুরে হারানো গয়না, থাল, গ্লাসসহ বিভিন্ন জিনিস খুঁজে দেন আর তাবিজ, বাতের চুরি, ঝুনঝুনি বিক্রি করেন। রিপন মিয়া মনে করেন এই পেশাগুলি আর খুব বেশি দিন থাকবে না। বিলুপ্ত হয়ে যাবে।