মাগুরার শিশু ধর্ষণ: কাল মিলবে ময়নাতদন্ত প্রতিবেদন, যোগ হবে হত্যা মামলা
মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে নিহত শিশুটির বিষয়ে তদন্ত কার্যক্রম এখন পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলায় চলছে। পুলিশ বলছে, কাজ দ্রুত গতিতে আগাচ্ছে। শিশুটির লাশের ময়নাতদন্ত প্রতিবেদন আগামীকাল রোববার পাওয়ার পর এ ক্ষেত্রে হত্যা মামলা যোগ হতে পারে।