‘শিক্ষা উপকরণের যে দাম; তাতে সন্তানের লেখাপড়া করানোই দুষ্কর’
‘করোনাকালে দুই বছর ইনকাম না থাকায় দেনাগ্রস্ত হয়ে পড়েছি। অনেক কষ্ট করে সংসার চালাচ্ছি। নতুন বছরে মেয়েদের ভর্তি, নতুন বই, খাতা-কলম কিনতে হয়েছে। আগে যে খাতা কিনেছি ২০ থেকে ২৫ টাকায়, এখন তার দাম ৮০ থেকে ৯০ টাকা হয়েছে। এক মাসের খাতা কিনতেই হাজার টাকা লাগে।’