কমনওয়েলথের ব্যর্থতা কি তুরস্কে ভুলতে পারবে বাংলাদেশ
সাফল্যের সম্ভাবনা বলতে গেলে শূন্যই ছিল, তবু বেঁচে ছিল আশা। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতার সেতুবন্ধন ঘটেনি। হয়নি কোনো অসাধারণ কিছু। পদকের খাতায় শূন্য যোগ করে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ব্যর্থ এক অভিযান শেষ করেছে বাংলাদেশ।