আশরাফ গনি ক্ষমতায় থাকা পর্যন্ত আলোচনায় বসবে না তালেবান: ইমরান খান
আফগানিস্তানে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। দেশটিতে একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তালেবান সদস্যরা। এমন সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আশরাফ গনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত তালেবান আফগান সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।