গণতান্ত্রিক ব্যবস্থায় চলবে না আফগানিস্তান: তালেবান
রয়টার্সকে তালেবানের জ্যেষ্ঠ সদস্য ওয়াহিদুল্লাহ হাসিমি বলেন, কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় আফগানিস্তান চলবে না কারণ এর কোনো ভিত্তি আমাদের দেশে নেই। কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা আফগানিস্তানে চলবে তা নিয়ে আলোচনার দরকার নেই। এই বিষয়টি খুব স্পষ্ট। শরিয়া আইন ছিল এবং এটি থাকবে।