প্রতারণাও শিখে গেছে এআই: গবেষণা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল নিয়ে সম্প্রতি এক বিষ্মকর তথ্য জানা গেছে। কিছু উন্নত এআই মডেল তাদের লক্ষ্য অর্জন করতে চিটিং বা প্রতারণার চেষ্টা করছে। গবেষকেরা বলছেন, এই নতুন ধরনের যুক্তি মডেলগুলো দাবা খেলার মতো খেলায়ও নৈতিকতা লঙ্ঘন করছে। এমনকি খেলায় হেরে যাবে এমন পরিস্থিতি তৈরি হলে, সেগুলো...