অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ জন হাসপাতালে
রাজধানীতে পৃথক স্থানে তিনজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রোববার ঘটনার ভুক্তভোগীরা হলেন—কাপড় ব্যবসায়ী আমজাদ হোসেন (৩৫), ডিপিডিসির কর্মচারী মো. দাইয়ান (৪৭) ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৩৭)।