ঢামেকে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, শনাক্ত হয়নি কেউ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসককে মারধরের ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে গতকাল বৃহস্পতিবার থেকে এ ঘটনার প্রতিবাদে ঢামেকের ২০০ ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি শুরু করেন। দোষীদের বিচারের আওতায় আনা না হলে এ কর্মবিরতি চলমান থাকবে বলেও তাঁরা জানান।