রাতে অরক্ষিত নদীপথ
চারদিক নদীবেষ্টিত মুন্সিগঞ্জ জেলা। তাই এ জেলার মানুষকে যাতায়াতের ক্ষেত্রে কমবেশি নদীপথ বেছে নিতে হয়। কিন্তু রাতের বেলা নদীপথে চলাচল দিন দিন অরক্ষিত হয়ে পড়ছে। একদিকে নদীতে ডাকাতের উপদ্রব, অন্যদিকে নদীতে রাতের আঁধারে বালুবাহী বাল্কহেডের চলাচল নদীপথকে করেছে বিপৎসঙ্কুল। আবার কোনো দুর্ঘটনার পর দ্রুত উদ্ধ