মায়ের চিকিৎসার টাকাও ছিনিয়ে নেয় ডাকাত দল, চলে যায় বোমা ফাটিয়ে
‘আমি ডাকাতদের খুব অনুরোধ করে বলেছিলাম, আমার মা হাসপাতালে ভর্তি আছে, টাকাগুলো না নিতে। আমি এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাব। তারপরও তারা জোর করে আমার টাকা ছিনিয়ে নিয়েছে। পরে তার বোমা ফাটিয়ে চলে যায়।’ কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন রতন আলী।