ইকবাল খন্দকারের ১৩ বই থেকে ১৩ নাটক
কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের লেখা ১৩টি বইয়ের গল্প নিয়ে ১৩টি নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র ও নাট্যপরিচালক মনজুরুল হক মনজু। আর এই প্রজেক্টটির নাম ‘লাকি থার্টিন’। নির্বাচিত বইগুলো হলো ‘একাত্তরের বদ্ধঘর’, ‘বিদায় মা’, ‘বাজান’, ‘তোমার জন্য প্রার্থনা’, ‘মনে করো আর দেখা হবে না