হত্যা নাকি আত্মহত্যা—অভিনেত্রী পল্লবীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা
মারা গেছেন কলকাতার সিরিয়ালের অভিনেত্রী পল্লবী দে। ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’, ‘আমি সিরাজের বেগমে’র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন পল্লবী। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি। রোববার সকালে...