নিজেকে ‘অপুরুষ’ দাবি করা জাপানি টিভি ব্যক্তিত্বের রহস্যজনক মৃত্যু
সাম্প্রতিক ঘটনা প্রবাহে রিউচেল জাপানে একজন প্রভাবশালী এলজিবিটি ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তিনি এমন পোশাক পরতেন, যা দিয়ে নির্দিষ্ট কোনো লিঙ্গের মানুষ চিহ্নিত করা যেত না। রিউচেল যত বিখ্যাত হয়েছেন, তাঁর প্রতি ট্রল ও সমালোচনাও তত হারে বেড়েছে।