আরেকজন ওপেনার দরকার ছিল
একটা দলে ওপেনার মাত্র দুজন। ব্যাপারটা আমাকে একটু অবাক করেছে। মিডল অর্ডারে অনেক ব্যাটার। যেকোনো সময় কিন্তু এখানে একজন ব্যাকআপ থাকেই। যে দুজনকে দেখছি, তাদেরও জাতীয় দলে অভিজ্ঞতা কম। টি-টোয়েন্টিতে ভালো কোনো ইম্প্যাক্ট নেই। দুজনই নতুন বলা যায়। একজন মাত্র এসেছে, আরেকজন অনেক দিন পর ফিরেছে। এখানে একজন ব্যাক