মুম্বাই নাকি পাঞ্জাব, আইপিএলে আজ শীর্ষে উঠবে কারা
মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস—দুই দলই এরই মধ্যে আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। মুম্বাই ও পাঞ্জাবের পয়েন্ট এখন ১৬ ও ১৭। পাঞ্জাব জিতলে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে তারা। আর মুম্বাই জিতলে গুজরাট টাইটান্সের সমান ১৮ পয়েন্ট হবে। তবে নেট রানরেটে এগিয়ে থেকে সবার ওপরে উঠবে মুম্বাই...