টঙ্গীতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট
গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডাকাত দলের সদস্যরা প্রায় ২২ ভরি স্বর্ণালংকার, প্রায় ১১ লাখ নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়।