স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ
জয়পুরহাটের কালাই উপজেলার শিবসমুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ উঠেছে। ওই জায়গায় স্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাম্মি আখতার অভিযোগ করে জানান, শিবসমুদ্র গ্রামের আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম স্কুলের জমিতে জোরপূর্বক ঘর তুলেছেন।