ডাকছে তিন বিশ্ববিদ্যালয়, টেনে ধরছে অনটন
তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন মো. কামরুজ্জামান। এরপরও তাঁর মুখে হাসি নেই, বরং রাজ্যের দুশ্চিন্তা। উচ্চশিক্ষার আশা তাঁর পূরণ হবে তো—এই শঙ্কায় কাটছে দিন। তিনটি বিশ্ববিদ্যালয়ের হাতছানি রুখে দিতে পেছেন থেকে তাঁকে টেনে ধরছে পরিবারের অনটন।