মায়ের জন্য এক টুকরো জমি কিনতে চান প্রতিবন্ধী সালাম
কুষ্টিয়ার কোর্টপাড়া রেলস্টেশনে ঢুকলে কানে ভেসে আসবে একটি রেকর্ড করা ঘোষণা। না, সেটি ট্রেন আসার কোনো ঘোষণা নয়। হ্যান্ড মাইক থেকে ভেসে আসা সে রেকর্ড করা কথায় আপনার উদ্দেশে অনুরোধ করা হবে, একটি পত্রিকা কিংবা একটি মাস্ক কেনার জন্য।