যতীন সরকার: তিন কালের মহাসাক্ষী
‘জীবন ও স্মৃতিনির্ভর, আত্মজীবনীমূলক রচনার’ বিশিষ্টতা হলো, এটা একাধিক প্রেক্ষণবিন্দু ঘিরে আবর্তিত হয়; এ জাতীয় রচনায় ব্যক্তির জীবনচিত্র ও ইতিহাস পাশাপাশি থাকে, থাকে সাহিত্য-ব্যঞ্জনার অনুরণন, ‘সমাজ ও শ্রেণিচরিত্রের স্বরূপ’ এবং ব্যক্তি-মনস্তত্ত্বের