সায়ীদ স্যারকে নিয়ে কিছু কথা
সে রকমই কোনো এক দিনে ম্যাগাজিন অনুষ্ঠান ‘সপ্তবর্ণা শুরু হলো। সপ্তবর্ণার উপস্থাপক ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ। তখনো আমরা জানতাম না, তিনি ঢাকা কলেজের শিক্ষক। জানতাম না, ক্লাসে তাঁর লেকচার শুনতে অন্য বিভাগ থেকেও ছাত্ররা উপচে পড়ে। জানতাম না, একটা ছোট্ট বিষয় নিয়ে তিনি দিনের পর দিন কথা বলতে পারেন এবং...