১৫ কঙ্কাল চুরি: কালো পোশাকে ৯ মুখোশধারী এসেছিল কবরস্থানে
‘তখন আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষে বাইরে বের হই। ভোরের আলো কেবল ফুটছে, আঁধার কিছুটা ছিল। কিছুদিন আগে আমার ভাই মারা গেছে। তাই কবরস্থানের দিকে যাই। সেখানে কালো পোশাক পরা, মুখ বাঁধা নয়জন মানুষকে কবরস্থান থেকে বের হতে দেখি। তাদের হাতে ও কাঁধে ছিল ব্যাগ।’