কসাই থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী দুই ভাই হামকা ও ধামা
কসাইপাড়ায় বসতি, বাবাও ছিলেন কসাই। ৮-১০ বছর আগে দুই ভাই বাদশা রাজু (৩৩) ও জুয়েল (২৯) তাই চাপাতি হাতে মাংস বিক্রি করতেন এলাকায়। চাপাতির বদলে হাতে পিস্তল তুলে নিয়ে দুই ভাইয়ের নাম এখন হামকা রাজু ও ধামা জুয়েল। তাঁরা এখন এলাকার ত্রাস, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।