কক্সবাজারে পাচারের প্রধান টার্গেট রোহিঙ্গারা, ২০২৪ সালে ৬৫৭ জনের হদিস নেই
কক্সবাজারের উপকূল ব্যবহার করে সাগরপথে দীর্ঘদিন ধরে মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে মানব পাচার হচ্ছে। বিশেষ করে, শুষ্ক মৌসুমে সাগর শান্ত থাকার সুযোগ নিয়ে পাচারকারীরা মাছ ধরার ট্রলারে করে প্রায় প্রতিদিনই মানব পাচার করছে। ২০১৮ সাল থেকে রোহিঙ্গাদের টার্গেট করে এই হার আশঙ্কাজনক হারে বেড়েছে।