হাতিয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবি: পুলিশসহ নিখোঁজ ৮, একজনের লাশ উদ্ধার
জাহাঙ্গীর মাঝির ট্রলারটি ৩৯ জন যাত্রী নিয়ে সকালে ভাসানচর থেকে ছেড়ে আসে। এতে ২২ জন সাধারণ যাত্রী, ৬ জন রোহিঙ্গা, ৩ জন পুলিশ সদস্য, ৪ জন আনসার ও ট্রলারের ৪ জন মাঝিমাল্লা ছিল। এটি হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিম বাজার ঘাটে যাচ্ছিল।