দখলে থেকেও ইসরায়েলি পণ্য বয়কট করছে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বর্বর হামলা শুরুর পর থেকেই পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানে ব্যাপক সরব হন। কেবল তাই নয়, এ সময় তাঁরা স্থানীয় পণ্য কেনার প্রতিও নিজ এলাকার মানুষকে উৎসাহিত করতে শুরু করেন। পশ্চিম তীরের বাজার, দোকান সর্বত্রই এই আন্দোলন চলছে