গণপিটুনি বেড়েছে, রাজনৈতিক সহিংসতায় যোগ হয়েছে নতুন মাত্রা
চলতি বছরের মে মাসে ৩৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪ জন নিহত এবং ৫৬৯ জন আহত হয়েছেন। একই মাসে অন্তত ১১টি গণপিটুনির ঘটনায় ৭ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মে মাসের মানবাধিকার পরিস্থিতি তদারকি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।