১৫ বছরেও সেতু হয়নি, ঝুঁকি নিয়ে সাঁকোয় পারাপার
দাকোপের বজুয়া ইউনিয়নের কচা খালে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। ১৫ বছর ধরে কচা খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি করেও পায়নি কচাবাসী। তাঁরা মনে করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটু সহযোগিতায় পাল্টে যেতে পারে কচা গ্রামের দৃশ্যপট।