ক্ষেপণাস্ত্র ও সামরিক মহড়া নিয়ে আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র
রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র ও সামরিক মহড়া নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, আগামীকাল রোববার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় দুই দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক মহড়া নিয়ে আলোচনা শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে।