কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ
গাজীপুর মহানগরীর কুনিয়া বড়বাড়ি এলাকায় বন্ধ ঘোষণা করা একটি তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। গতকাল শনিবার সকালে এ বিক্ষোভের সময় তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ লাঠিপেটা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।