নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে ১০ বছরে অগ্রগতি যথেষ্ট নয়: মার্কিন রাষ্ট্রদূত
পোশাকশিল্পই শুধু নয়, অর্থনীতির সব খাতে শ্রমিকের নিরাপত্তার বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে গত ১০ বছরে অর্জিত অগ্রগতি যথেষ্ট বলে মনে হয় না।