কাফকোকে কম দামে গ্যাস দিয়ে বেশি দামে সার ক্রয়
গ্যাস-সংকটের কারণে দেশের সচল সার কারখানাগুলো একে একে বন্ধ হয়ে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে সেখানকার মূল্যবান যন্ত্রপাতি। দেশীয় প্রায় সব কারখানা বন্ধ রেখে কম দামে গ্যাস দেওয়া হচ্ছে বিদেশি বিনিয়োগের সার কারখানা কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিকে (কাফকো)। শুধু তা-ই নয়, সেখানে উৎপাদিত সার আন্তর্জাতিক বাজা