প্রেমে রাজি না হওয়ায় ছোট ভাইকে পুকুরে ডুবিয়ে হত্যা
আবিদের বড় বোনকে তারেক আজিজ দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বড় বোনকে প্রেমে রাজি করাতে ছোট ভাই আবিদকে প্রায় সময় চকলেট, আচারসহ অন্যান্য খাবারের লোভ দেখিয়ে সখ্য গড়ে তোলার চেষ্টা চালায় তারেক আজিজ। এতে সে (তারেক) ব্যর্থ হয়ে আবিদকে হত্যার পরিকল্পনা করে।