খোলামেলা পোশাকের নারীরা দেখতে রাক্ষসী শূপর্ণখার মতো: বিজেপি নেতা
নারীর পোশাক নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক কৈলাস বিজয় বর্গীয়র করা মন্তব্য সমালোচনার সৃষ্টি করেছে। তিনি বলেছেন, ‘যেসব নারী খোলামেলা পোশাক পরে তাঁরা দেখতে রাক্ষসী শূপর্ণখার মতো।’ গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের শহর ইন্দোরে হনুমান ও মহাবীরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।