লঙ্কানদের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখালেন তিনি
পাল্লেকেলেতে গতকাল বিরক্তিকর এক দিনই কাটিয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে লুকোচুরি খেলছিল বেরসিক বৃষ্টি। এমন পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখে খেলেছেন এভিন লুইস। কোথায় কী হচ্ছে, সে ব্যাপারে চোখ-কান খোলা রেখেছেন উইন্ডিজ ক্রিকেটার।