দেশের বাইরেই টেস্টে বেশি উজ্জ্বল বাংলাদেশ
জ্যামাইকার স্যাবাইনা পার্কের পড়ন্ত বিকেলে লিটন দাসের সেলফিতে ধরা পড়েছে পুরো দল। বিকেলের সোনালি আলোয় ১১ ক্রিকেটারের মুখ কী যে উজ্জ্বল দেখায় তাতে! খানিক আগেই জ্যামাইকা টেস্টের জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের, টেস্টে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ১৫ বছরের জয়খরা কেটেছে—বাংলাদেশ দলের সবার মুখ সাফল্যের আলোয় উদ্ভাসিত।