হৃদয়ের কষ্টের সেঞ্চুরি ম্লান করে ভারতকে জেতালেন গিল
বাংলাদেশের ব্যাটিং শেষেই ধারণা করা হয়েছিল, জয়ের জন্য দুবাইয়ের উইকেটে ২২৯ রান তোলাটা ভারতের জন্য কঠিন কিছু নয়। তাঁদের বোলাররা কাজটা যেভাবে ঠিকঠাকমতো করেছেন, ব্যাটাররাও নিজেদের কাজটা সেভাবে করতে পারলে শিরোপাপ্রত্যাশী ভারতের জন্য এটা মামুলিই একটা লক্ষ্য।