ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নয়, কসমেটিকস ব্যবসায় লাগবে লাইসেন্স
মানহীন ও নকল কসমেটিকসের উৎপাদন ও বিপণন প্রতিরোধে কঠোর হচ্ছে সরকার। কসমেটিকস উৎপাদন, বিতরণ, আমদানি বা রপ্তানি করতে হলে ঔষধ প্রশাসন থেকে লাইসেন্স নিতে হবে। এ ক্ষেত্রে বিদ্যমান ঔষধ আইনে কসমেটিকস শব্দটি যুক্ত করে ‘ঔষধ ও কসমেটিকস বিল ২০২৩’ সংসদে তোলা হয়েছে।