শ্রীলঙ্কার অর্থনীতির সঙ্গে বাংলাদেশের তুলনা ষড়যন্ত্রের অংশ: ওবায়দুল কাদের
বাংলাদেশের অর্থনীতি ভিত ও সামগ্রিক অর্থনীতির সূচক শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। যাঁরা আশঙ্কা করছেন তাঁরা না জেনেই বলছেন, কিংবা ষড়যন্ত্রের অংশ, উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনা বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।