পাচারের টাকা ফেরত আনার ঘোষণায় ভীত কেন বিএনপি: কাদের
বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা নাকি শয়তানি কারবার—মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের সম্পদ কেউ যদি পাচার করে এবং সেটা যদি ফিরিয়ে আনা হয়, তাহলে সেটা শয়তানি কারবার হবে কেন? সেটাতো (পাচার) আপনারাই করেছেন, বিদেশে অর্থ পাচার করে করে আপনাদের নেতা দণ্ডিত হয়ে বিদেশে